Parts Of Speech
এক বা একাধিক Word এর সমন্বয়ে ইংরেজি ভাষায় Sentense তৈরি হয়। একটি Word দিয়েই তৈরি হোক আর একাধিক word দিয়েই তৈরি হোক Sentense এ ব্যবহৃত প্রতিটি Word ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। কোন Word ব্যক্তি বা বস্তুকে বোঝায়, কোন Word এর পরিবর্তে বসে কোন word আবার ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে, কোন word দ্বারা কাজ করা বোঝায়, কোন word আবার অন্য word গুলোকে সংযুক্ত করে। Sentense এ ব্যবহৃত এসব Word গুলোকে তাদের ব্যবহারের ভিত্তিতে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দ গুলোকে Parts Of Speech বলে।
নিচের Sentense গুলো লক্ষ্য করুন –
Mina reads in class 8. She is a good girl. She sings sweetly. She goes to school everyday. She is beautiful and intelligent. One day she saw a Bird. She said,”Ah! What nice bird it is”!
উপরের বাক্যগুলোতে Mina, girl, school,bird শব্দগুলো কোনো-না-কোনো নাম বোঝায় (noun)। She শব্দগুলো Mina এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে ( pronoun ) । good, nice, beautiful, intelligent শব্দগুলো Mina, girl ও bird এর গুণ প্রকাশ করেছে ( adjective ) এবং read, sing, go, see এই শব্দগুলি দ্বারা কি হয়েছে বা ঘটেছে তা বোঝায় (Verb)। sweetly শব্দটি Verb এর অবস্থা প্রকাশ করেছে (adverb) আবার to, school এর পূর্বে বসে অন্য word এর সাথে School এর সম্পর্ক বোঝাচ্ছে (preposition)। and beautiful ও intelligent এর মাঝে বসে দুটি শব্দ কে সংযুক্ত করেছে (conjunction)। Oh শব্দটি মনের আবেগ ও আনন্দ প্রকাশ করেছে (interjection)।বিভিন্ন ভাবে ব্যবহৃত এসব শব্দগুলোই Parts of Speech.
অতএব, বিভিন্ন শ্রেণীর শব্দ গুলোকে যখন sentence-এ তাদের বিশেষ বিশেষ কাজ অনুসারে ভাগ করা হয় তখন তাদেরকে Parts of Speech বলে।
The different kinds of words which are divided according to their functions in a sentence are called Parts of Speech.
Classification of Parts of Speech ইংরেজি Parts of Speech কে আট ভাগে ভাগ করা হয়েছে-
-
Noun (বিশেষ্য)
-
Pronoun (সর্বনাম)
-
Adjective (বিশেষণ)
-
Verb (ক্রিয়া)
-
Adverb (ক্রিয়া / ভাব বিশেষণ)
-
Preposition (পদান্বয়ী অব্যয়)
-
Conjunction (সমুচ্চয়ী বা সংযোজক অব্যয়)
-
Interjection (অন্বয়ী বা আবেগসূচক অব্যয়)
googletest
January 23, 2024 at 10:51 pmAn outstanding share! I have just forwarded this
onto a coworker who has been conducting a little homework on this.
And he in fact ordered me breakfast due to the fact that I stumbled upon it for him…
lol. So let me reword this…. Thanks for the meal!!
But yeah, thanx for spending the time to discuss this subject
here on your site.