Correct use of “Article” in Bengali || Article এর সঠিক ব্যবহার

Correct use of “Article” in Bengali || Article এর সঠিক ব্যবহার

Table of Contents

Article

Article কাকে বলে? Article কত প্রকার ও কি কি? Article এর ব্যবহার।

This is a book.

There is an ox in the field.

The sun shines by day.

উপরের Sentence গুলোতে A, An ও The এগুলো Noun কে নির্দিষ্ট (The) বা অনির্দিষ্ট (A/An) করে নির্দেশ করছে। Noun নির্দেশক এই Determiners গুলোকে  Articles বলে  |

সংজ্ঞা: A, An এবং The শব্দগুলোকে ইংরেজিতে Articles বলে।

(The words a, an and the are usually called Articles.)

Parts of speech এ a, an এবং the এর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রকৃতপক্ষে এগুলো Demonstrative Adjective কেননা this ও that Demonstrative Adjective গুলোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে the. কিন্তু a, an এবং জাতি প্রকাশক the আবার Demonstrative adjective নয়। এগুলোকে এখন Determiner বলা হয়। Article প্রধানত দুই প্রকার যথা:

(i) Definite Article (ii) Indefinite Article.

Definite Article – নির্দিষ্ট করে বুঝাতে

The

 Indefinite Article – অনির্দিষ্টভাবে বোঝাতে

 A, an

Definite Article: The’ কে Definite article বলে। কোন কিছুকে নির্দিষ্ট করে বুঝাতে Definite article ব্যবহৃত হয়। যেমন—

The man came yesterday.

The book is on the table.

উপরের উদাহরণ দুটিতে the, man, book ও table noun গুলোকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়েছে। Indefinite Article: A ও An’ কে Indefinite article বলা হয়। কোন কিছুকে সাধারণভাবে বা অনির্দিষ্টভাবে বোঝাতে Indefinite article ব্যবহৃত হয়। যেমন –

I saw a man.

He gave me an umbrella.

উপরের উদাহরণ দুটিতে a এবং an যথাক্রমে man ও umbrella-এর পূর্বে বসে তাদেরকে অনির্দিষ্টভাবে নির্দেশ করছে।

Use of Articles

সাধারণত Common noun গুলোর number এর ভিত্তিতে Article গুলোর ব্যবহার নির্ধারিত হয়। যেমন –

(1) Common noun গুলো Singular number হলে তার পূর্বে অবশ্যই একটি Article বসাতে হয়। যেমন – This is a pen. অথবা This is the pen.

He gave me an orange. অথবা He gave me the orange.

(2) কিন্তু Common noun যদি Plural number হয় তাহলে তার পূর্বে a, an তো বসতেই পারে না। সাধারণত the বসানোরও প্রয়োজন হয় না। তবে নির্দিষ্টভাবে বোঝালে the বসে। যেমন –

Girls are singing song.

Or,

The girls are singing song.

সুতরাং আমরা বলতে পারি a ও an শুধুমাত্র Singular number কিন্তু সকল Gender এর ক্ষেত্রে ব্যবহৃত হয় অপরদিকে the, Singular বা Plural উভয় Number-এ ব্যবহৃত হয়।

Use of A/An

Rule: 1

A ও An এর ব্যবহার ইংরেজী বর্ণমালায় Vowel ও Consonant দ্বারা নির্ধারিত হয়। সাধারণত word এর প্রথমে Consonant থাকলে তার পূর্বে a হয়। যেমন—

a boy,

a dog,

a cow,

a mango,

a girl,

a student,

a book,

a horse,

a tree,

a pen,

a pencil,

a bus,

a chair,

a tiger,

a man,

a boat,

a table,

a lion,

a cat,

a woman,

অপরদিকে Word এর প্রথমে Vowel (a, e, i, o, u) দ্বারা শুরু হলে তার পূর্বে an বসে। যেমন-

an ass

an ant

an ear

an eye

an umbrella

an apple

an elephant

an ice-cream

an idiot

an egg

an orange

ব্যতিক্রম : কিছু কিছু word vowel দ্বারা শুরু হলেও তার পূর্বে an বসে না বরং a বসে। যেমন- শব্দে vowel উচ্চারণ যদি ইউ বা ওয়ার মত হয় তবে an না হয়ে a হয়।

A ewe (ইউ)

a European (ইউরোপীয়ান)

a Union (ইউনিয়ন)

a University (ইউনিভার্সিটি)

a useful bag (ইউজফুল

a unique scene (ইউনিক)

a one taka note (ওয়ান)

one eyed man (ওয়ান)

আর Consonant দিয়ে word শুরু হলেও উচ্চারণ যদি Vowel এর মত হয় তাহলে a না বসে an হয়।যেমন –

an M.Sc. (এম. এস.সি)

an M. Ed (এম. এড)

an S.D.O (এস. ডি.ও)

an hour (জাওয়ার)

an heir (এয়ার)

an honest (অনেষ্ট)

an M.A (এম.এ)

an LL.B (এল. এল. বি)

an M.B.B.S. (এম. বি. বি. এস)

an M.P (এম.পি)

an M.L.A (এম. এল.এ)

কিন্তু h এর উচ্চারণ ‘হ’ এর মত হলে an না বসে a বসে। a hotel (হোটেল), a historical (হিসটোরিকাল)।  Rule 2: সাধারণত কোন শব্দ ০, h দ্বারা শুরু হলে এবং সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে Article ব্যবহারে ভিন্নতা দেখা যায়। এক্ষেত্রে নিম্নোক্ত বিষয় তিনটি মনে রাখতে হবে।

সব সময় O দ্বারা গঠিত শব্দের পূর্বে an বসে। শুধুমাত্র one যুক্ত শব্দে বা one এর পূর্বে a বসে। যেমন—

an orange

an ox

a one taka note

a one-eyed man

শব্দে h এর উচ্চারণ যদি ‘হ’ বা h এর মতই হয় তবে স্বাভাবিক নিয়মে তার পূর্বে a বসে। কিন্তু তা না হলেই h যুক্ত শব্দের পূর্বে an বসে। যেমন –

a hotel (হোটেল)

a horse (হর্স)

a hen (হেন)

an honest (অনেস্ট)

an heir (এয়ার)

an hour ( আওয়ার)

সংক্ষিপ্ত শব্দের ১ম অক্ষর Vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে। কিন্তু Consonant এর মত  উচ্চারিত হলে তার পূর্বে a বসে। যেমন—

a B. A (বি এ)

an M.A (এম.এ)

an F.R.C.S (এফ. আর. সি. এস)

a B.Sc (বি. এস. সি)

an M.B.B.S. (এম. বি. বি. এস)

a.C.A (সি.এ)

Other uses of A and An

Rule -1: কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বুঝালে তার পূর্বে ‘a’ বা ‘an’ বসে। যেমন- I saw a boy in the field.

An old man came here yesterday.

Rule -2: কোন কিছুর পরিমাণ, একক বা ইউনিট বুঝাতে ‘a’ বা an ব্যবহৃত হয়।  যেমন-

An ounce is enough.

One thousand metre make a kilometre.

Rule -3: কোন ‘একজন’ বা ‘এ রকম একজন বিখ্যাত ব্যক্তি বোঝাতে Proper noun এর পূর্বে ‘a’  বসে। সে ক্ষেত্রে Proper noun, common noun এ পরিবর্তন হয়ে যায়। যেমন –

I think I am a Robindranath.

He seems to be a Bangladeshi.

You are a Nazrul, I see.

A Daniel has come to judgement.

Rule- 4:  অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে ‘a’ বা an ব্যবহৃত হয়। যেমন –

A Mr. Ziku came to our house yesterday.

An Asim came here to tell the news.

A Faruk called on you.

N.B. যদি A বা An বাদ দিয়ে লেখা হয় তাহলে নামগুলো দ্বারা পরিচিত ব্যক্তি বুঝায়।

Rule- 5: পেশা, ব্যবসা প্রভৃতি বোঝাতে ‘a বা an’ ব্যবহৃত হয়। যেমন –

Mr. Chowdhury is a business man.

He is a doctor.

Mr. Sen is an engineer.

Rule- 6: সমজাতীয় কিছু বুঝাতে Common noun এর পূর্বে ‘a বা an’ বসে।যেমন –

Birds of a feather flock together.

Rule- 7: কোন কিছুর সংখ্যা, পরিমাণ, দাম, score, dozen, hundred, thousand, million ইত্যাদি word গুলোর পূর্বে a বসে। যেমন –

There is a pair of shoes.

Please give me a hundred boys in the class.

Rule- 8: সামগ্রিকভাবে জাতি বুঝাতে Singular Common noun এর পূর্বে a, an বা the বসে। যেমন –

A (The) cow is a domestic animals.

An (The) elephant is a wild animal.

Rule- 9: Each বা per বুঝাতে a বা an ব্যবহৃত হয়।  যেমন –

He earns one thousand taka á (per) month.

I drive the car 60km an (each) hour.

Rule- 10: সাধারণত  Uncountable noun এর পূর্বে a বা an বসে না। যেমন –

milk

water

wood

sugar

bread

paper

meat

tea

oil

chalk

money

coffee

air

ink

beef

wealth

gas

salt

butter

jute

এসব noun এর পূর্বে few, little, good many, lot of, some, any, much, great deal, piece of, pot of প্রভৃতি বসে তার পূর্বে a বসে। যেমন-

a glass of water

a cup of tea

a piece of chalk

a pot of ink

a daily paper

a packet of salt

a loaf of bread

a great deal of money

a lot of sugar

Rule-11: Plural noun এর পূর্বেও few, lot of, good many, great deal of ব্যবহৃত হয়ে তার পূর্বে  a  বসে। যেমন –

a few apples

a lot of money

a little water

a great many years

a great deal of money

Rule-12. What দ্বারা Exclamatory sentence , শুরু হলে what এর পরে a বা an বসে।  যেমন –

What a nice bird it is!

What a beautiful flower it is!

What an awful remark!

এছাড়া Such বা how দ্বারা Exclamatory sentence শুরু হলে তারপরেও a বা an হয়। যেমন –

Such a long queue.

How nice a (the) bird is!

Rule-13: কখনও কখনও preposition অর্থে a ব্যবহৃত হয়। যেমন—

The king went a (on) hunting.

Rule-14: Superlative degree-র ক্ষেত্রে ‘most’ দ্বারা যদি very’ বা খুব বেশী বুঝায় তখন  the পরিবর্তে a বসে। যেমন—

He saw a most wonderful sight.

This is a most interesting story. [a most = very]

Rule-15: Abstract noun যখন Common noun রূপে ব্যবহৃত হয় তার পূর্বে a বা an বসে। যেমন –

The Tajmahal is a beauty.

 He is a justice of the peace.

Rule-16: Mr / Mrs/ Miss দ্বারা অনির্দিষ্টভাবে অপরিচিত কোন ব্যক্তিকে বুঝালে তার পূর্বে a বসে। যেমন

–  A Mr. Rahman called at my office. (অপরিচিত)

Or, Mr. Rahman called at my office. (পরিচিত)

Rule-17: একাধিক Adjective একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে প্রথম Adjective এর পূর্বে a বা an  বসে। যেমন –

She had a nice and costly pen.

He is a smart and intelligent boy.

Rule –18:  কিন্তু একই Sentence এ একাধিক adjective যদি পৃথক পৃথক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে নির্দেশ করে তবে সেক্ষেত্রে প্রত্যেকের পূর্বে a বা an বসে। যেমন –

 He has a red and a blue car.

I have bought a Japanese and an Indian watch.

Rule-19: কিছু কিছু Phrase এর পূর্বে a/an বসে। যেমন –

In a body,

in a hurry,

In a fix,

In a temper,

to make an interest,

At a glance,

At a time,

with a view to.

 Rule-20: Singular common noun এর পূর্বে বাক্যে তুলনামূলক কিছু বুঝালে তার পূর্বে a quite, many, such, but, merely, rather, not ইত্যাদি ব্যবহৃত হলে তাদের পূর্বে a বা an বসে। যেমন –

Mr Khan is rather a gentle man.

You are but a child.

Noyon is but a boy.

Many a man can do this work.

Use of the

Rule- 1: সাধারণত নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাতে Singular ও Plural common noun এর পূর্বে the  ব্যবহৃত হয়। যেমন –

Look at the book.

The girls are watching cinema.

The sum is hard.

Rule- 2: পরিচিত কোন বস্তু বা স্থানের নামের পূর্বে the বসে। যেমন –

The tree is an oak.

The play ground is beautiful.

Rule- 3: বাক্যে তুলনামূলক কিছু বুঝালে তার পূর্বে the বসে। যেমন –

Rahim is the better of the two boys.

She is the better of the two girls.

Rule-4: বাক্যে noun টি কোন phrase বা clause দ্বারা নির্দিষ্ট করা হলে তার পূর্বে the বসে। যেমন –

The boy who came here yesterday is my brother.

The girl in blue dress is my friend.

Rule-5: সমগ্র জাতি বুঝাতে Singular common noun এর পূর্বে the বসে। এই the কে Generalizing  বলে। যেমন –

The cow is a useful animal.

The rose is the queen of flower.

N.B. সমগ্রজাতি বোঝাতে Man এবং Woman এর পূর্বে কোন Article বসে না। যেমন –

Man is mortal.

Man and woman were created equally.

Rule – 6.  সাধারণ নিয়ম অনুযায়ী Proper noun এর পূর্বে কোন Article বসে না। কিন্তু ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা,  দ্বীপপুঞ্জ,মরুভূমি, ইত্যাদির নামের পূর্বে the বসে।  যেমন –

ধর্মগ্রন্থের নামের পূর্বে – The Quran, The Bible.

সংবাদপত্রের ” ” – The Prothom Alo, The Ittefaq.

জাহাজের নামের পূর্বে – The Titanic, The M.V. Akbar.

ট্রেনের ” ” – The Jamuna Express, The Ulka.

এরোপ্লেনের ” ” – The Bangladesh Biman.

 বিখ্যাত ভবনের ” ” – The Tajmahal, The Empire State Bullding

সাগরের নামের পূর্বে – The Bay of Bengal, The Red sea.

নদীর ” ” – The Padma, The Jamuna.

মহাসাগরের “ “ – The Atlantic, The Indian ocean.

পর্বতমালার ” ” – The Himalays, The Bindha.

দ্বীপপুঞ্জের ” ” – The Philipines, The Andamans.

মরুভূমির নামের পূর্বে – The Sahara.

N.B. একটি মাত্র দ্বীপ, জাতি, বা হ্রদের নামের পূর্বে the বসে না।

Rule-7: ঋতু, তারিখ প্রভৃতির নামের পূর্বে the বসে। যেমন-

The Rainy Season.

The winter.

The 26th March.

The 16th December.

Rule-8: একক বস্তু যেমন— চন্দ্র,    সূর্য, পৃথিবী, ও দিকের নামের পূর্বে the বসে।  যেমন—  The sun The moon.

The earth.

The south.

The North.

Rule-9: বর্ণনামূলক ও অর্থপূর্ণ ভৌগলিক নাম থাকলে এর পূর্বে the বসে। যেমন—

The U.S.A.

The Punjab,

The Deccan

Rule-10: কোন বিশেষ এলাকার নামের পূর্বে the বসে। যেমন—

The Middle East

The Soviet Union.

The South Asia.

Rule-11:  Uncountable noun কে যখন নির্দিষ্ট করে বুঝানো হয় তার পূর্বে the বসে। যেমন—

The gold of the ring is bright.

The rice of Dinajpur  is fine.

Rule-12: কোন জাতি বা সম্প্রদায়ের আগে the বসে।  যেমন—

The English,

The Bangladeshi

The French.

Rule-13: যে কোন Road এর নামের পূর্বে the বসে। যেমন—

The Grand Trunk Road.

The Babor Road.

N.B. কিন্তু Street বা Avenue এর পূর্বে the বসে না। যেমন –

My uncle lives in Bango Bondhu Avenue.

The book is bought from College street.

Rule-14:  বাক্যে কোন কিছু ২য় বার উল্লেখ করলে তার পূর্বে  the বসে। যেমন-

I saw a boy yesterday.

The boy is blind.

There was a pen on the chair.

The pen is yours.

Rule-15:  যে সকল noun দ্বারা পেশা বা বৃত্তি বুঝায় তার পূর্বে the বসে। যেমন-

Salman joined the Army.

Mr. John Joined the church.

Rule-16: কেউ কোন বাদ্যযন্ত্র বাজাচ্ছে এরূপ অর্থে ঐ বাদ্যযন্ত্রের পূর্বে the বসে।  যেমন-

My sister plays the violin.

He plays the piano.

N.B. বাজাচ্ছে না বুঝিয়ে কারও আছে বুঝালে তার পূর্বে a/an বসে।  যেমন-

He has a piano,

My sister has a violin.

Rule-17: পরিবার পরিচয় জ্ঞাপক নাম বহুবচন হলে তার পূর্বে the বসে। যেমন –

The Nawabs.

The Mughals,

The Khans.

Rule-18: দুইজন ব্যক্তি বা দুটি স্থানের মধ্যে গুণগত সাদৃশ্য বা বৈসাদৃশ্য তুলনা বুঝালে,যার সঙ্গে তুলনা করা হয় তার পূর্বে the বসে। যেমন –

Rabindranath is the Shakespeare of Bangladesh.

Narayangonj is the Dundee of Bangladesh.

Asraful is the Tendulcar of Bangladesh.

Rule-19: Proper noun যখন কোন adjective, adjective phrase বা clause দ্বারাবিশ্লেষিত হয় তখন তার পূর্বে the বসে। যেমন –

The great Omar was a mighty ruler.

Rule-20:  Common noun এবং Adjective Abstract noun এর ন্যায় ব্যবহৃত তখন তার পূর্বে  the বসে। যেমন –

The mother rose in her. (Common noun ‘mother’ Abstract রূপে)

Do not keep him in the dark. (Adjective ‘dark’ Abstract রূপে)

Rule-21: Morning, noon, afternoon, night, evening প্রভৃতি  noun এর আগে  in ব্যবহৃত হলে তাদের পূর্বে the বসে। কিছু in এর স্থলে at ব্যবহৃত হলে সেক্ষেত্রে ‘the বসে না। যেমন –

The sun rises in the morning.

Or,

The sun rises at morning.

Rahim has gone at night.

Or,

 Rahim has gone in the night.

Rule-22: Majority, minority, people, public, police প্রভৃতি collective noun গুলো সাধারণত  Plural noun হিসাবে গণ্য হয় এবং এদের পূর্বে article ‘the’ বসে। যেমন –

The majority of our people are illiterate.

The people of Bangladesh are polite.

The police have arrested the criminal.

Rule- 23: কোন abstract quality বা গুণগত আদর্শ বুঝাতে Adjective এর পূর্বে the বসে। যেমন –

We respect the honest.

People love the brave.

Rule- 24. কোন তারিখ এবং ঐতিহাসিক ঘটনার পূর্বে the বসে। যেমন –

My sister will come on the 10th instant.

Sumon was born on the 1st July, 1982.

Babar won the battle of Panipath.

Rule-25: কোন কিছুর বিশেষ অংশ বুঝাতে Adjective এর পূর্বে the বসে।  যেমন –

I like the yellow of an egg.

Rule- 26: কখনো কখনো common noun এর পূর্বে possessive adjective হিসাবে the বসে। যেমন – He hits the ball by the leg. (the = his)

He struck me on the head. (the = my)

Rahim pulled the cat by the tail. (the = its)

Rule-27: Adjective যখন Sentence এর শুরুতে Subject রূপে ব্যবহৃত হয়, তখন উহার পূর্বে ‘the’ বসে এবং  উश plural common noun এর কাজ করে।  যেমন –

The poor are born to suffer.

The rich are not always happy.

The pious are happy.

Rule- 28:  Abstract noun যদি Common noun রূপে ব্যবহৃত হয়, তখন তার পূর্বে the বসে। যেমন – The kindness of Mohsin is known to all.

Rule-29:  Adjective এর Superlative degree – র পূর্বে the বসে। যেমন –

Rafiq is the best boy in the class.

Sathi is the eldest of all.

Rule-30: যত তত বুঝাতে adverb এর Comparative degree-র পূর্বে the বসে। যেমন –

The sooner, the better.

The more you read, the more you learn.

The more we have, the more we want.

Rule-31: কোন Singular noun এর পূর্বে দুই বা ততোধিক Adjective তাদের প্রত্যেকের পূর্বে the বসে। যেমন –

The boy has won the first and the second prize.

কিন্তু noun টি Plural হলে শুধু প্রথমটির পূর্বে the বসে। যেমন –

The boys have won the first and second prizes.

Rule-32: একই Sentence এ ব্যবহৃত দুই বা ততোধিক noun বা Adjective দ্বারা যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি, বস্তুকে বুঝায় সেক্ষেত্রে প্রত্যেকটি noun বা Adjective এর পূর্বে Article বসে এবং verb এর plural number হয়। যেমন –

The Headmaster and the secretary attended the meeting.

Rule-33:  যখন দুই বা ততোধিক noun বা Adjective একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন কেবলমাত্র Adjective এর পূর্বে Article বসে। কিন্তু verb এর Singular number হয়। যেমন –

The Headmaster and secretery has attended the meeting.

Omission of Articles

Rule-1. সাধারণত proper noun এর পূর্বে Article বসে না। যেমন –

Dhaka is the capital of Bangladesh.

Ria is a beautiful girl.

Rule-2:  সাধারণ Material noun এর পূর্বে article বসে না। যেমন –

Iron and steel are useful metals.

Gold is a precious metal.

Coal is very useful to us.

N.B. কিন্তু বিশেষভাবে নির্দিষ্ট করে বুঝালে Material noun এর পূর্বে the বসে। যেমন –

The water of this pond is polluted.

The gold of Africa is pure.

Rule 3. Abstract noun এর পূর্বে Article বসে না। তবে কোন বিশেষ জ্ঞানকে নির্দিষ্ট করে বুঝালে তার  পূর্বে the বসে। যেমন –

Kindness is a great virtue.

Honesty is the best policy.

The kindness of Mohsin is known to all.

Health is wealth.

Rule-4: প্রশ্নবোধক বাক্যে kind of, sort of, variety of, type of, species of থাকলে এদের পূর্বে article বসে না। যেমন –

What kind of flower is it?

What sort of fellow are you?

N.B. কিন্তু Assertive sentence এ এদের পূর্বে article বসে। যেমন—

The rose is a kind of flower.

Rule-5: বিখ্যাত গ্রন্থে লেখকের নাম দ্বারা বই বুঝালে বা বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে তার আগে the বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে the বসে। যেমন –

Nazrul’s Agnibina.

Shakespeare’s Hamlet.

The Agnibina of Nazrul.

The Hamlet of Shakespeare.

Rule-6: Home এর পূর্বে যদি descriptive word বা phrase না থাকে তাহলে তার পূর্বে the বসে না। কিন্তু যদি description word বা phrase থাকে তাহলে home এর  পূর্বে the বসে। যেমন –

We went home.

He is at home.

We arrived at the bride’s home.

Rule-7: সংশ্লিষ্ট উদ্দেশ্যে যাওয়া বোঝাতে School, college, church, bed, hospital, market, prison ইত্যাদি স্থানগুলোর পূর্বে article বসে না। যেমন –

He goes to school or college.

Joni goes to church.

Someone goes to market.

Rule-8: খেলার বা খাবার সংক্রান্ত নামের পূর্বে article বসে না। যেমন –

We like to play cricket,

He did not have launch today.

কিন্তু খাবার সংক্রান্ত বিষয়ের আগে adjective থাকলে তার আগে article বসে। যেমন –

It was an excellent breakfast.

She have had a wonderful dinner.

Rule-9: বার, মাস, ঋতু, উৎসব ও ভাষার নামের পূর্বে সাধারণত the বসে না। যেমন –

He will come on Sunday.

He speaks English well.

January is the first month of the year.

Rule-10: Nature. Society, space, এই জাতীয় abstract noun এর পূর্বে the বসে না। যেমন –

I love nature.

Rule-11: সম্বোধন পদরূপে ব্যবহৃত common noun এর পূর্বে the বসে না। যেমন –

Girls, you can go now.

Rule-12: ভাষার নামের পূর্বে the বসে না। যেমন-

English is an International language.

কিন্তু ভাষার নামের পরে language যুক্ত থাকলে তার পূর্বে the বসে।

যেমন- The English language is very interesting.

Rule-13: রোগের নামের পূর্বে the বসে না।যেমন-

Cholera has broken out.

ব্যতিক্রম the mumps, the measles.

Rule-14: Allah অথবা God এর নামের পূর্বে article বসে না। যেমন-

Allah can help us.

Rule-15:  King বা queen এর সঙ্গে তাঁদের নাম বা পদবী noun of apposition রূপে থাকলে তার পূর্বে the বসে না। যেমন-

King George-V. was once the emperor of India.

Rule-16: Preposition ও তার object নিয়ে গঠিত phrase গুলোর পূর্বে article বসে না। যেমন-

on foot,

by water,

at home,

at dawn,

at sun-set,

at sunrise,

at night,

by bus,

by boat,

by train,

by ship,

under ground,

from hand to mouth,

at dinner

Rule-17: খেলার নামের পূর্বে the বসে না। যেমন-

I can play football.

Rule-18: Possessive case এরপর Noun থাকলে তার পূর্বে the বসে না। যেমন-

It is your pencil.

Repetition of the Article

Rule-1. দুই বা ততোধিক noun বা adjective ভিন্ন ভিন্ন ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝালে তাদের প্রতিটি  noun বা adjective এর পূর্বে article বসে। যেমন-

The Headmaster and the secretary are coming.

He had a clever and a black dog.

N.B. দুই বা ততোধিক noun বা adjective একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে তখন কেবল প্রথম noun বা adjective এর পূর্বে article বসে। যেমন-

He had a clever and black cat.

Rule-2: তুলনা করার সময় যদি দুটি noun ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন তাদের প্রত্যেকটির পূর্বে article বসে। যেমন-

He is a better statesman than a philosopher.

কিন্তু একই ব্যক্তি বা বস্তু বুঝালে article একবার বসে।

He is a better statesman than philosopher.

Rule-3. দুটি Comparative, Adverb হিসাবে ব্যবহৃত হলে উভয় ক্ষেত্রে the বসে।  যেমন-

The sooner the better.

আশা করি আপনারা Article সম্পর্কে বিস্তারিত ভাবে বুঝতে পেরেছেন এবং যদি বিস্তারিতভাবে আপনারা না বুঝে থাকেন বা কারোর কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি উত্তর দিব। ধন্যবাদ

Share On Social Media

9 thoughts on “Correct use of “Article” in Bengali || Article এর সঠিক ব্যবহার

  1. Reply
    pentecost
    December 1, 2023 at 12:57 pm

    Ԝhat’s up, I would like to subscribe for this
    bⅼog to get most up-to-ԁate updates, therefore where can i do
    it рⅼease hеlp.

  2. Reply
    tadalafil 40 mg reviews
    February 2, 2024 at 8:34 am

    tadalafil 40 mg reviews

    tadalafil 40 mg reviews

  3. Reply
    34.01htb4h90d31w3x57h59099skx@mail4u.lt
    March 31, 2024 at 11:37 pm

    animi et ea error totam et similique non magnam pariatur quia. aut ea eos voluptatum omnis sit voluptate unde ab voluptates excepturi dicta aperiam aperiam. possimus velit qui consectetur qui inventore voluptate neque sequi ut qui consequuntur omnis hic sunt.

  4. Reply
    35.01htb4h90d31w3x57h59099skx@mail4u.fun
    May 10, 2024 at 4:08 pm

    corporis distinctio molestias ipsum quos neque tempora dignissimos fugit aut explicabo accusamus et velit assumenda ut nihil illum velit doloribus doloribus. voluptatem voluptas est odio quia laboriosam possimus voluptate ut commodi sapiente rerum corporis corrupti debitis. facilis dolor tempore nemo quos assumenda perferendis ut rerum et voluptatem voluptas qui modi eaque architecto laborum eius in.

  5. Reply
    Exie Stein
    May 16, 2024 at 4:03 am

    Thank you for this enlightening article. It’s been packed with information , and delivered a lot of useful information. For those who are looking to learn more about the world of viral real estate SEO, be sure to visit https://www.elevenviral.com for additional insights.

  6. Reply
    Real Estate SEO
    May 22, 2024 at 5:34 pm

    I’m thoroughly captivated with your deep insights and stellar writing style. Your depth of knowledge is evident in every piece you write. It’s obvious that you spend considerable time into researching your topics, and the results does not go unnoticed. We appreciate your efforts in sharing this valuable knowledge. Keep up the great work! https://www.elevenviral.com

  7. Reply
    IG Mass Followers
    May 27, 2024 at 9:30 pm

    I am genuinely amazed by the keen analysis and excellent writing style. Your expertise shines through in every piece you write. It’s evident that you put a lot of effort into delving into your topics, and the results pays off. Thanks for providing such detailed information. Continue the excellent job! https://www.elevenviral.com

  8. Reply
    medranostarckuzz8n0+5u7fldu6vdni@gmail.com
    June 21, 2024 at 4:55 am

    modi sed voluptatem mollitia officiis et recusandae asperiores ea ut tempore. aperiam ad rerum aliquid assumenda aut tempora consectetur nobis labore ut odit ab iure laboriosam architecto. velit ducimus dignissimos voluptate. voluptatibus quo voluptas eum qui.

  9. Reply
    Bothok Laron
    July 8, 2024 at 4:19 pm

    There is definately a lot to find out about this subject. I like all the points you made

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *